AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাফ নদীতে চোরাকারবারির গুলিতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৬:৩৪ পিএম, ৫ জুন, ২০২৪

নাফ নদীতে চোরাকারবারির গুলিতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির নৌ টহলদলের ওপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এ ঘটনায় বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়।

মঙ্গলবার (৪ জুন) রাতে সীমান্তের রহমানের খাল নামক স্থানে এ ঘটানা ঘটে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আহত দুই সদস্যের নাম জানানো হয়নি। আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবির টেকনাফের ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় নাফ নদীর রহমানের খাল নামক স্থানে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুড়তে থাকে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলিবর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!