AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা পাঁচ দিন পর বেনাপোল স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:০৬ পিএম, ২৩ মে, ২০২৪
টানা পাঁচ দিন পর বেনাপোল স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য

যশোর জেলার শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। টানা পাঁচ দিন ছুটির পর ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দন চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

বেনাপোল স্থলবন্দর স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।


বৃহস্পতিবার সকালে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুধুমাত্র মেডিকেল ভিসাধারী রোগী পাসপোর্ট যাত্রী পারাপার হয়েছে বলে ইমিগ্রেশন ইনচার্জ আযহারুল ইসলাম জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!