খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলে মারা গেছে। আজ রোববার ভোরে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতেরা হলেন মধ্যবেতছড়ি গ্রামের হাসিনা বেগম (৩০) ও তাঁর ছেলে হানিফ মিয়া (৮)।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে যায়। নিহতদের মরদেহও পুড়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক বলেন, মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

