সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফলে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। সোমবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টায় কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভাতে চেষ্টা করছে।
সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

