দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির কুমিল্লা জেলা টিমের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, তিতাসের কৃতি সন্তান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দি স্বাক্ষরিত দলীয় পেইডে ৯ সদস্য বিশিষ্ট এ টিম ঘোষণা করা হয়।
ধর্ম বিষয়ক উপ-কমিটি কুমিল্লা জেলা টিমের আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ ইসাহাক খাঁন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫টি উপকমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, আর সদস্য সচিব ওবায়দুল কাদের।
একুশে সংবাদ/বিএইচ