ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জানা গেছে,বাংলাদেশ মানবাধিকার পর্যাবেক্ষন পরিষদ ল` এন্ড হিউম্যান রাইট সোসাইটি তারাকান্দা শাখার উদ্যোগে রবিবার ডাকবাংলা প্রাঙ্গনে মানবাধিকারের তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, মযমনসিংহ জেলা আহলে সুন্নাত ওয়াল জাম`আত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ ছামিদুল ইসলাম সবুজ রেজভী, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার, উপজেলা আ"লীগের সদস্য আল আমিন, খোকন চন্দ্র দাস, আজিজুন, হান্নান, শাহীন প্রমুখ।
আলোচনা সভা শেষে র্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

