রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১০৪ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো, রাজবাড়ী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার মোঃ আবুল বেপারী`র ছেলে মোঃ আলমগীর বেপারী ওরফে ডুবুরী আলমগীর (৪২)।
রোববার (১৯ নভেম্বর) এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান।
জানা যায় শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখা`র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে চেয়ারম্যান গলির জনৈক মোঃ সুমন মিয়া`র বাড়ীর সামনে রাস্তার উপর হতে ১০৪ পুড়িয়া (ওজন ১০.০৪ গ্রাম) হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান আরও জানান, মোঃ আলমগীর বেপারী ওরফে ডুবুরী আলমগীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সিডিএমএস যাচাই করে দেখা যায় যে, তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট সহ বিজ্ঞ আদালতে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এব্যপারে আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এস কে