AB Bank
ঢাকা রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৪:৩৪ পিএম, ১৭ অক্টোবর, ২০২৩
চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়। তবে কোনো ইলিশ উদ্ধার করা যায়নি।

সোমবার (১৬ সেপ্টম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় চরভদ্রাসনের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান/মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানানো হয়েছে।

চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী মোর্শেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী মোঃ শামীম আরিফিন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্লা, চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।

 

একুশে সংবাদ/বিএইচ/এসআর

Link copied!