AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নড়াইল
০৫:১৪ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
নড়াইলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর

নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর।

 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি করায় নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছে  আদালত।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে নড়াইল আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আমাতুল মোর্শেদা এ জামিন আদেশ দেন।

 

এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক কর্মসূচীর আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেন, তারা নির্বোধের মতো মারা গেলো; আমাদের মত নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকেন কী করে?এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ অভিযোগে বিএনপির স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে, শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ  আশিক বিল্লাহ ওই বছরের, (২০১৫) ২৯ ডিসেম্বর নড়াইলের আমলী আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক  প্রসিকিউটার পিপি এডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

 

একুশে সংবাদ/উ.র.প্র/জাহা

Link copied!