“রাষ্ট্র জনগণের টাকায় করে যারা লোভ, প্রকাশ পেলে আমজনতা ছুড়বে ঘৃণার ক্ষোভ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মে)সকালে উপজেলা হলরুমে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতি বিস্তারের প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে দিলালপুর উচ্চ বিদ্যালয় বনাম নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কামরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃঞ্চ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ- সহ পরিচালক শাহাদাত হোসেন,দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সদস্য কামরুল হাসান জুয়েল ও অধ্যাপিকা নাজমা বেগম।
মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আফিন্দি নুরুল ইসলাম।
বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক অধ্যাপক আবু তাহের সাগর,শিক্ষক ও কবি রেবেকা ইসলাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন ভূইঁয়া।
বিতর্ক প্রতিযোগিতায় দিলালপুর উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিতর্ক এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
একুশে সংবাদ/আ.বু/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

