ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঘোড়াঘাট উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রুকাইয়া বেগম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল মেহরাজ শাহরীয়ার মিথুন।
শুক্রবার বেলা ১১ টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোল্লা সাগর এবং সাধারণ সম্পাদক বিল্পব মন্ডল।
নব নির্বাচিত সভাপতি রুকাইয়া ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও ঘোড়াঘাট পৌরসভার পশ্চিম কাজীপাড়া গ্রামের রজিব উদ্দিন সরকারের মেয়ে এবং সাধারণ সম্পাদক মিথুন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ২নং পালশা ইউনিয়নের বলাহার গ্রামের ময়নুল ইসলাম মন্টুর ছেলে।
কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যরা হলেন, সহ সভাপতি সম্রাট ওহাব ও আসমাউল হুসনা মিতু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া ফারিহা ফিমা ও তাসকিয়া জাহান ঐশি। তারাও ঘোড়াঘাট উপজেলার সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আল মেহরাজ শাহরীয়ার মিথুন বলেন, ঘোড়াঘাট উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, এমন শিক্ষার্থীদের সার্বিক কল্যানে আমরা কাজ করে যেতে চাই। পাশাপাশি আগামীতে যারা ঢাবিতে ভর্তির সুযোগ পাবে কিংবা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে, তাদেরকেও সব ধরণের সহযোগীতা আমরা প্রদান করবো। ঘোড়াঘাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
একুশে সংবাদ/বিএইচ