দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ জন সহ ১০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত থানা পুলিশের পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করে। এদেরমধ্যে ৮ জন মাদক সেবনের সময় আটক হয়েছে। বাকি দুজন আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় গ্রেপ্তার হয়েছেন।
আভিযানিক দলের নেতৃত্ব দেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক এবং লিখন কুমার মন্ডল।
মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব জালালপুর গ্রামের হামিদ পালোয়ানের ছেলে বাচ্চু পালোয়ান, এসকে বাজার গ্রামের সেকেন্দার আজমের ছেলে আশরাফুল ইসলাম, পূর্ব জালালপুর গ্রামের মৃত সমেসের ছেলে আশিক মিয়া, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রেজাউল করিম, আজাদমোড় গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাসুদুর রহমান।
বাকি তিনজন হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত গোলাপ মহন্তের ছেলে লিটন মোহন্ত, একই উপজেলার জাইতুরবালা গ্রামের মৃত আমানুল্লাহর ছেলে নজরুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সাজাপ্রাপ্ত ৮ জন সহ মোট ১০ জন আসামীকে শনিবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

