AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী
আফগানিস্তানে ফের বন্যা

অন্তত ৫০ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৬ পিএম, ১৮ মে, ২০২৪
অন্তত ৫০ জনের মৃত্যু

ভারি বৃষ্টিপাত মধ্য আফগানিস্তানে ফের বিপর্যয় ডেকে এনেছে। গত সপ্তাহের বন্যার ক্ষতি এখনো তারা সামলে উঠতে পারেনি। তার মধ্যেই আবারও আকস্মিক বন্যা হলো দেশটিতে।

স্থানীয় পুলিশ বলছে, হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি জমির বিশাল অংশ প্লাবিত হয়েছে। সেন্ট্রাল আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতের ফলে হওয়া নতুন আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। শনিবার (১৮ মে) একজন কর্মকর্তা এ কথা জানান।

ঘোর এলাকার পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার বন্যায় ঘোর প্রদেশের ৫০ জন বাসিন্দা প্রাণ হারায় এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছে।

সেন্ট্রাল ঘোর প্রদেশের তথ্য বিভাগের প্রধান মৌলভি আবদুল হাই জাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুক্রবারের দুর্যোগে কতজন আহত হয়েছে তার কোনো তথ্য নেই।

জাইমের মতে, প্রদেশের রাজধানী ফিরোজকোহতে কমপক্ষে দুই হাজার বাড়ি ধ্বংস হয়েছে, চার হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কমপক্ষে দুই হাজার দোকান পানির নিচে তলিয়ে গেছে এবং শত শত হেক্টর কৃষি জমি ধ্বংস হয়েছে। এ ছাড়া বন্যার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ রয়েছে।

 

একুশে সংবাদ/কা.ক/সা.আ

Link copied!