AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, দুই স্কুল ছাত্রকে পিটিয়ে আহত


সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, দুই স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

নবম শ্রেণীর ও দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে সিনিয়র—জুনিয়র দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরান শেখ নামে দশম শ্রেণীর একজন ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাওনা আল—হেরা হহাসপাতাল পরে অবস্থার গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্যে রেফার করা হয় শহীদ তাজ উদ্দিন মেডিকেল গাজীপুর ।

 

সোমবার স্কুল ছটির পর গাজীপুর শাহীন স্কুল এর ছাত্রদের দুই গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ায় এ ঘটনা ঘটে।

 

আহত ইমরান শেখ (১৬) উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের এমদাদুল হক মিলনের ছেলে। ইমরান শেখ গাজীপুর শাহীন স্কুলের মাওনা শাখায় ১০ শ্রেণির শিক্ষার্থী।

 

নবম শ্রেণির ছাত্র খায়রুল জানায়, রোববার (১৬ জুলাই) স্কুল শ্রেণি কক্ষের ভিতরে দশম শ্রেণির শিক্ষার্থী শাহীনুরের সাথে কলম নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীনুর থাপ্পর মারে,তার সাথে দশম শ্রেণির আকের ছাত্র মিদুলও ঘুষি মারে। এবিষয় নিয়ে এবং সিনিয়র—জুনিয়র নিয়ে (সোমবার ১৭ জুলাই) এহামলার ঘটনাটি ঘটেছে।

 

দশম শ্রেণির আকের ছাত্র মিদুল জানায়, সন্ত্রাসীর ভূমিকা নিয়ে দেশীয় অস্ত্র এনে খায়রুলের সহযোগী সিয়াম ফকির, পারভেজ,সিয়াম সরকার,তানজিলসহ প্রায় ১০/১২ জন বহিরাগত ছেলে গাজীপুর শাহীন স্কুলের নবম শ্রেনির ছাত্র খায়রুলকে সাথে নিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। দশম শ্রেণির ছাত্র মিদুল মাদারিপুর জেলার শিবচর উপজেলার যাদুয়াচর গ্রামের মুরাদ সরকারের ছেলে। বহিরাগত তানজিল শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের শফিকুল ইসলাম (সফিকের ছেলে), নবম শ্রেণির ছাত্র অভিযোক্ত খায়রুল উপজেলার চকপাড়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

 

এবিষয়ে শফিকুল ইসলাম সফিকের ভাই রফিক বি.এস.সি জানান,মারামারির বিষয়টি শোনেছি,ঘটনার পর থেকে তানজিল বাড়িতে নেই। তবে বিষয়টি পারিবারিক ভাবে বসে সমাধান দেয়াার চেষ্টা করবো।

 

এবিষয়ে গাজীপুর শাহীন স্কুলের পরিচালক আনিছুর রহমান বলেন, ক্লাস রুমে ঘটনাটি ঘটার পর দশম শ্রেণির ছাত্র মিদুল ও নবম শ্রেনির ছাত্র খায়রুল তাদের দুই জনের গাডিয়ানকে নিয়ে সোমবার সকালে স্কুলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কিন্তু তাদের কোন অভিভাবকে নিয়ে স্কুলে উপস্থিত করতে পারে নাই। স্কুল কতৃর্পক্ষ মিমাংসা করে দেওয়ার আগেই সোমবার স্কুল ছুটির পর বিকাল সাড়ে চারটার দিকে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে গেছে। এতে আমাদের স্কুলের দশম শ্রেনীর ইমরান শেখ নামে এক ছাত্র আহত হয়েছে। গাজীপুর শাহীন স্কুলের সকল শিক্ষক,শিক্ষার্থী এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,বহিরাগত ছেলে এবং স্কুলের কোন ছাত্র এঘটনার সাথে জরিত থাকলে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারে দাবি জানিয়েছেন।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম জানান,এঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ট.সা.প্র/জাহা

Link copied!