শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে হাজেরা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে শ্রীবরদী উপজেলার হাঁসধরা গ্রামে আব্দুল বাতেনের পুকুরে এ ঘটনা ঘটে।
হাজেরা বেগম ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাবদুল শেখের স্ত্রী।
জানা যায়, স্বামী শাবদুল শেখের মৃত্যুর পর থেকে স্ত্রী হাজেরা বেগম ওই বাড়িতে বসবাস করছিলেন।
স্বামীর মৃত্যু শোকে হাজেরা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। আজ সকালে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে বাড়ির পাশে আব্দুল বাতেনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এসময় আশপাশের লোকজন পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে মৃতের মেয়ে স্বাধীনা বেগম ও রাশেদা বেগম জানান, প্রায় বিশ বছর আগে তার বাবা মারা যান। তারা দুই বোন। তার বাবার মৃত্যুর পর থেকেই মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআই রাশেদুল ইসলাম।
তিনি বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/সা.স.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

