ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৫৬০ জন আইনজিবী ভোটাধিকার প্রয়োগ করে। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজিবী সমিতির নির্বাচনে সিনিঃ সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এস এম মোস্তাক আহমেদ, সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট বশীর আহম্মদ খান, যুগ্ম সাধারন সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মোঃ রাশেদ মিয়া হাজারি, সম্পাদক পাঠাগার পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবু ইউসুফ, সম্পাদক তথ্য প্রযুক্তি পদে অ্যাডভোকেট আব্দুল জব্বার মামুন, সমাজ কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন আতিক, সম্পাদক মহিলা বিষয়ক পদে অ্যাডভোকেট দিলশাদ ইয়াসমিন, অডিটর পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ছেন অ্যাডভোকেট মোঃ রেজোওয়ানুর রহমান রণি, অ্যাডভোকেট মোহাম্মদ আল- মামুন, অ্যাডভোকেট জিল্লুর রহমান ও অ্যাডভোকেট মীর মোহাম্মদ রাইসুল আহমেদ রাসেল।
মোট ১৫ টি পদের জন্য ভোট যুদ্ধে সভাপতি ছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোট ১০ পদে এবং সাধারণ সম্পাদক পদ সহ মোট ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় লাভ করে। মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন সতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।
একুশে সংবাদ.কম/এ.খা.প্রতি/সা’দ
আপনার মতামত লিখুন :