AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন শক্তি নিয়ে জেগে উঠবে যুবলীগ : নাঈম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫১ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নতুন শক্তি নিয়ে জেগে উঠবে যুবলীগ : নাঈম

উৎসব আমেজে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা। বুধবার ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও নয় উপজেলার যুবলীগের নেতাকর্মীদের অংশ গ্রহণে সভাস্থল ছিল আনন্দঘন। এর আগে ২০১১ সালের ২০ অক্টোবর জেলা সম্মেলনের দীর্ঘ প্রায় ১০ বছর এই আনুষ্ঠানিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সহ-সভাপতি মংরে মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি। ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। 

এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন,নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। দু:খী মানুষের মুখে হাঁসি ফোটানোর চেষ্টা করতেন। বঙ্গবন্ধুর সেই আদর্শের সোনার বাংলাদেশ গড়তে সোনার ছেলেদের ভূমিকা রাখতে হবে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি যুবলীগের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে  “প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী” করে গড়ে যুবলীগের হাতকে শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান। এই বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর আগে সভার শুরুতে জাতীয় সঙ্গিতে সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা 
নিবেদন ও বঙ্গবন্ধুসহ সকল দেশপ্রেমিক আত্মত্যাগীর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দরা। 

বর্ধিত সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,মনির খান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েলসহ জেলা-উপজেলা যুবলীগ নেতাকর্মীরা এতে অংশ নেয়।
 
একুশে সংবাদ/মফিজুল/আরিফ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!