AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জানেন কি? ‘ভাংগা’ নাম হলো কিভাবে?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০১ পিএম, ১৩ জুন, ২০২৪

জানেন কি? ‘ভাংগা’ নাম হলো কিভাবে?

                                                                       জানেন কি? ‘ভাংগা’ নাম হলো কিভাবে

ফরিদপুরের কুমার নদের তীরে গড়ে ওঠা আজকের ‘ভাংগা’র আগের নাম ছিল ‘কুমারগঞ্জ’। তখন কুমার নদের তীরে এক বিরাট হাট বসতো। এই হাট বসতো কুমার নদের উত্তরপাড়ে।

 কোন একসময় হাটকে কেন্দ্র করে কুমার নদের উত্তর ও দক্ষিণ পাড়ের লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং দ্বন্দ্বের এক পর্যায়ে হাটটিকে নদের উত্তরপাড় থেকে দক্ষিণপাড়ে স্থানান্তর করা হয়। 

তখন লোকজন নতুন এই হাটকে ‘ভাংগা’ হাট নামে ডাকা শুরু করে। এভাবেই ‘কুমারগঞ্জ’ হয়ে গলো ‘ভাংগা।

বর্তমান ভাংগা মোড়

অন্য একটি ধারণা থেকে জানা যায়, বৃটিশ আমলে বর্তমান দেওড়া নামক স্থানে একটি পুলিশ থানা ছিল। সময়ের প্রয়োজনে ওই থানাকে ভেঙে বর্তমান ভাংগা সদরে স্থানান্তর করা হয়। এ থেকে বর্তমান ভাংগা নামটির উৎপত্তি হতে পারে।

আর বর্তমান ভাংগায় উন্নয়নের ছোঁয়া লাগার পর হয়ে দক্ষিণে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের প্রবেশদ্বার।

একুশে সংবাদ/ এসএডি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!