AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য কোদালকাটির চরসাজাই মণ্ডলপাড়া গ্রাম



রাজীবপুরে গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য কোদালকাটির চরসাজাই মণ্ডলপাড়া গ্রাম

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চরসাজাই মণ্ডলপাড়া গ্রামে বিরাজ করছে চরম আতঙ্কের পরিবেশ। গ্রেপ্তার আতঙ্কে নারী-পুরুষসহ প্রায় পুরো গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অপরাধীর সঙ্গে নিরপরাধ সাধারণ মানুষকেও আটক করছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, গ্রামের অধিকাংশ বাড়িঘর ফাঁকা। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। স্থানীয়দের দাবি, পুলিশের নির্বিচার ধরপাকড়ের কারণে গ্রাম এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’ ও ‘জুলাই সনদ বাতিলের দাবি’ সংবলিত পোস্টার টানানোর খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ কোদালকাটি ইউনিয়নের উত্তর চরসাজাই মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মসজিদ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু। পুলিশ তাকে আটক করলে তার আত্মীয়স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এসআই আতিকুজ্জামান, এসআই গোলাম মোস্তফা, এসআই আরজ আলী, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত এবং কনস্টেবল রাশেদুলসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২০ জনের নাম উল্লেখসহ ৩০০–৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।

ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রহিম আহমেদ (২৫) এবং মৃত আব্দুর রশিদের ছেলে ইয়াকুব আলী (২৫)-কে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (২৫ অক্টোবর) রাতে আরও তিনজন— আব্দুর রশিদ (৫২), নুরুল ইসলাম (৪২) ও শাহজাহান (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

তবে স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত কেউই ওই ঘটনার সঙ্গে জড়িত নন।

রহিম আহমেদের শাশুড়ি বলেন, “আমার মেয়ের জামাই রহিম ওইদিন নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুও সেখানে নামাজ পড়ছিলেন। পুলিশ আসতেই ছক্কু পালিয়ে যায়, পরে তাকে ধরে ফেলে। তখন তার আত্মীয়রা ছক্কুকে ছিনিয়ে নেয়। কিন্তু রহিম কোনো ঝামেলায় যায়নি, তবুও পুলিশ তাকে ধরে নিয়ে যায়।”

গ্রেপ্তার নুরুল ইসলামের স্ত্রী নাজমা বলেন,“আমার স্বামী দিনমজুরের কাজ শেষে রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল। কোনো অপরাধ না করেও পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ— নির্দোষ স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয়।”

একইভাবে শাহজাহানের স্ত্রী সামিয়া জানান, “আমার স্বামী ঘটনার সময় মাঠে কাজ করছিল। রাতে পুলিশ এসে বিনা কারণে তাকে গ্রেপ্তার করে।”

চরসাজাই দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “পুলিশ যেন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে, নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। যারা ধরা পড়েছে, তারা দরিদ্র মানুষ— দিনমজুরের কাজ না করলে পরিবার অনাহারে থাকে।”

গ্রামের বাসিন্দা মো. রঞ্জু বলেন, “পুলিশ যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে। এতে পুরো গ্রাম এখন জনশূন্য হয়ে পড়েছে। আমরা চাই, যারা সত্যিই দোষী— শুধু তাদেরই আইনের আওতায় আনা হোক।”

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না, আপনারা যা ইচ্ছা লিখতে পারেন।”

এদিকে এলাকাবাসীর দাবি, গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন। নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়— এমন দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!