AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আবারও উত্তাল ঢাকা সিটি কলেজ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:১৪ পিএম, ১৮ জুলাই, ২০২৫

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আবারও উত্তাল ঢাকা সিটি কলেজ

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা।শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তারা অধ্যক্ষের স্বেচ্ছাচারী আচরণ ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি প্রশাসনিক সিন্ডিকেট ভাঙার দাবিও জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হক কর্তৃত্ববাদীভাবে কলেজ পরিচালনা করছেন। তাঁর ঘনিষ্ঠ একটি গোষ্ঠী নানা অনিয়মে জড়িত। তারা জানায়, আহত শিক্ষার্থীদের ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষ, পরীক্ষা ও ফি প্রদানসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন অব্যাহত থাকবে।

এক আন্দোলনকারী বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অথচ কলেজ প্রশাসন মূল ফটক বন্ধ করে দিয়ে আমাদের বাধা দিচ্ছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।’

২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, ‘আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই। কিন্তু স্বেচ্ছাচারী অধ্যক্ষের কারণে কলেজের পরিবেশ দিনদিন খারাপ হচ্ছে। সহপাঠীরা আহত হওয়ার পরও কোনো তদন্ত হয়নি। আমরা তার পদত্যাগ ছাড়া আন্দোলন ছাড়ব না।’

২৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, ‘প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ শুধু আমাদের না, আগের ব্যাচের শিক্ষার্থীরাও করেছেন। প্রতিবার তা চাপা দেওয়া হয়েছে। এবার আর সেটা হতে দেব না। প্রশাসনের কোনো নোটিশ মানছি না। তারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে না। বরং আমাদের কণ্ঠরোধের চেষ্টা করছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা না ঘটলেও চত্বরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কলেজ কর্তৃপক্ষ একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করেছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!