রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৬ জুন) সকালে এসব বিস্ফোরক ফেলে যায় দুর্বৃত্তরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কাজী মোতাহার হোসেন (আইন) ভবনের পাশের একটি গাছের নিচে প্রথমে ৬টি অবিস্ফোরিত ককটেল দেখতে পান নিরাপত্তাকর্মীরা। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হলে, বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।
অন্যদিকে হাইকোর্ট মাজার গেট ও এর বিপরীত পাশে রাতের শেষ ভাগে ককটেল ছোড়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অপরটি রয়ে যায় অবিস্ফোরিত অবস্থায়। পরে সেটিও উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন,“নিরাপত্তা কর্মীরা প্রথমে দুটি খাবারের বক্স দেখে সন্দেহ করেন। খুলে দেখতে পান লাল টেপে মোড়ানো বস্তু রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন,“উদ্ধার করা ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।”
এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা এসব বিস্ফোরক স্থাপন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
একুশে সংবাদ/ জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

