ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে তারা থানার সামনে অবস্থান নেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
বেলা ১২টার কিছু আগে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ের জন্য পুলিশ প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থানায় প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে। তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাবের কারণে মূল আসামিকে আইনের আওতায় আনা হচ্ছে না, বরং পুলিশি সহায়তায় পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগও তুলেছেন তারা।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। তবে শিক্ষার্থীরা দাবি করছেন, মূল পরিকল্পনাকারী ও হামলাকারী এখনো ধরা-ছোঁয়ার বাইরে।
বাদ জুমা শাহরিয়ার আলম সাম্যের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গত তিন দিন ধরে ঢাবির শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছে।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছে—ঘাতকদের গ্রেপ্তারে বিলম্ব হলে শাহবাগ ছাড়াও আরও কড়া আন্দোলনে যাবে তারা। প্রশাসনের ভূমিকা এখন জনদৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে