রাজধানীর মহাখালী রেলগেটে পায়ে হেটে রেললাইন পারা পারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা পুরুষ( ৫৫ বছর )বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার(৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সুনীল জনান, আজ সকালের দিকে অজ্ঞাতনামা এক ব্যাক্তি তিনি পায়ে হেঁটে মহাখালী রেল গেটের সামনে দিয়ে রেললাইন পারা পারের সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। পরে আমরা খবর পেয়ে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা এ পর্যন্ত তার পরিচয় জানতে পারিন জানার চেষ্টা চলছে, তবুও( সিআইডির) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

