রাজধানী পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটফাত থেকে অজ্ঞাতনামা( ৬৫ বছর )বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন পল্টন থানা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি)বেলা সোয়া ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ আলাউল হক জানান, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটফাতের পাশ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো বলেন , নিহতের নাম পরিচয় জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। আস পাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারি নিহত ব্যক্তি ভিক্ষা বৃত্তি করতেন।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

