AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`মালিক বলছে রক্ত বিক্রি করে হলেও আমাদের বেতন-বোনাস দেবেন’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৯ পিএম, ১৫ এপ্রিল, ২০২৩

‍‍`মালিক বলছে রক্ত বিক্রি করে হলেও আমাদের বেতন-বোনাস দেবেন’

রাজধানীর নিউ সুপার মার্কেটের একটি দোকানের শিশু কর্মচারী মো. নাহিদ। সে বলছে আগুন লাগার কথা শোনার পর দোকানের মালামাল বাঁচাতে ঘণ্টাখানেক আগে আমি ভেতরের গলি দিয়ে দোকানে যাই। সেখানে যাওয়ার পর দেখি সবকিছু আগুনে পুড়ে লাল হয়ে গেছে। কোনো কিছু বাঁচাতে পারিনি। সব পুড়ে গেছে। ধোঁয়ার কারণে এক সময় আমার বেহুঁশ হওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার দোকানের মালিক আমাকে বের করে আনছে।‍‍`

 

এভাবে কথাগুলো বলছিল আগুন থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা নাহিদ।

 

শনিবার (১৫ এপ্রিল) সকালে মার্কেট থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় নাহিদ বলে, ‍‍`অনেক ইচ্ছা ছিল যে, ঈদে বেতন-বোনাস পাবো, কেনাকাটা করবো। কিচ্ছু নাই এখন। আগুনে পুড়ে সব শেষ।‍‍`

 

নাহিদ বলে, ‍‍`আমার মালিক বলেছে রক্ত বিক্রি করে হলেও আমাদের বেতন-বোনাস দেবেন।‍‍`

 

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পরে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১২টি ইউনিট অগ্নিনির্বাপনী কাজে যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জা.হা

Shwapno
Link copied!