AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Software: SPSS’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত



নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Software: SPSS’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Research Software: SPSS (Statistical Package for the Social Sciences)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্য থেকে তোমরা যারা এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছো তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে তোমরা নিশ্চয়ই গবেষণার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে।’  তিনি আরও বলেন, ‘সার্ভে করে, প্রশ্ন করে যে তথ্য-উপাত্তগুলো পাওয়া যায় তা এসপিএসএস এ এন্ট্রি করে বিশ্লেষণের মাধ্যমে সত্যে উপনিত হওয়াই বিজ্ঞান। এসপিএসএস দিয়ে অনেক বড় বড় গবেষণা সম্পন্ন করা যায়। এছাড়া পাইথনসহ বিভিন্ন ধরণের গবেষণা পদ্ধতি রয়েছে। এসপিএসএস সম্পর্কে জেনে পরবর্তীতে তোমরা আরও বিভিন্ন পদ্ধতি সম্পর্কে গভীরভাবে জানতে পারবে।’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। 

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনীপর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)। রিসোর্স পার্সন (সম্পদ ব্যক্তি) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রয়োগিক পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. শেখ মোহাম্মদ সায়েম। 

বিশ^বিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের সহযোগিতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনীপর্বে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। এসমময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং কলা অনুষদ ও চারুকলা অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনীপর্ব সম্পন্ন করে ব্যবসায় প্রশাসন ভবনে পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!