জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি ও সেবাসমূহ জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এবং কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে পৃথকভাবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আনোয়ারায় আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে খামারিদের আরও আধুনিক হতে হবে। সরকার এই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
প্রদর্শনীতে স্থানীয় খামারি, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, মুরগি ও হাঁসের খামার, ছাগল ও গরুর উন্নত জাত প্রদর্শন, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান উন্নয়ন এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত স্টলগুলো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন, রোগ নির্ণয়, প্রাণির পুষ্টি ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেন।
অন্যদিকে কর্ণফুলীতে আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। তিনি বলেন, প্রাণিসম্পদ উৎপাদনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যুব সমাজকে এই খাতে আরও সম্পৃক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
কর্ণফুলী উপজেলার প্রদর্শনীতে বিভিন্ন খামারি, সরকারিভাবে পরিচালিত প্রাণিসম্পদ সেবা কেন্দ্র এবং বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আধুনিক বাচ্চা ফোটানোর প্রযুক্তি, পশুখাদ্য উৎপাদন, দুগ্ধ ও ডিম উৎপাদন ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা ও রোগ প্রতিরোধ পদ্ধতি তুলে ধরা হয়।
উভয় উপজেলার প্রাণিসম্পদ বিভাগ জানায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য হলো প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা জনগণের সামনে তুলে ধরা, নতুন প্রযুক্তি পরিচিত করানো, নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়ন করা। দিনব্যাপী প্রদর্শনীতে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা, প্রদর্শনী, খামারিদের সঙ্গে মতবিনিময় এবং ভেটেরিনারি সেবার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

