বিএনপি`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী জোন পরিচালক মো. আতিকুর রহমান নজরুল এবং এডভোকেট মুনতাসির মুজাহিদ।
ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূরসহ বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলার সাবেক আমির মাওলানা আব্দুল গনি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

