কুড়িগ্রামের উলিপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাওহিদী মুসলিম জনতার আয়োজনে মসজিদুল হুদা (বড় মসজিদ) এর সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মসজিদুল হুদার মুসুল্লিগণ ও উপজেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
এসময় আপডেট কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালারচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলায়াসুর রহমান, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান এবং ইসলামি আন্দোলন কর্মী নুর আলম প্রমুখ।
বক্তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটুক্তি করেছে। তার বিরুদ্ধে দ্রুত সঠিক বিচার ও ফাঁসির রায় কার্যকর করতে হবে।” তারা আরও জানান, “ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটুক্তি করবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি রাখি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

