মাগুরার শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা. পুষ্পেন কুমার শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডা. নুরুল্লাহ মোহাম্মদ আহসান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদা সুলতানা, ভেটেরিনারি সার্জন ডা. সুশান্ত চন্দ্র রায়, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আবু দাউদ এবং খামারিদের পক্ষে আবদুর রাজ্জাক প্রমুখ।
প্রদর্শনীতে পোষা প্রাণী, পশুপাখি, পোল্ট্রি ও ডেইরি—এই চারটি ক্যাটাগরিতে ৩০টি স্টলে খামারিগণ তাদের প্রাণিসম্পদ প্রদর্শন করেন। এক খামারি প্রদর্শনীতে দুম্বা প্রদর্শন করে দর্শকদের আকৃষ্ট করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং খামারিগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী খামারিদের মাঝে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

