AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ভূমিকম্পে আতঙ্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার সব ক্লাস-পরীক্ষা স্থগিত



ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকায় কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ হল হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পজনিত ঘটনায় কিছু শিক্ষার্থী আহত হওয়া এবং শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্কের কারণে রোববার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হচ্ছে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তিনি আরও লেখেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে তিনি বিষয়টি উপাচার্যের নজরে আনেন এবং উপাচার্যও এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। দ্রুতই অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হবে বলে তিনি উল্লেখ করেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!