ময়মনসিংহের তারাকান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ) সমর্থনে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি সম্পন্ন হয়।
শোডাউন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আবদুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শাহিদুল ইসলাম,আশরাফুল আলম,আসাদ উল্লাহ আসাদ,যুবদল নেতা আবুল কালাম আজাদ,ফরিদ আহমেদ আকন্দ,আজহার ইসলাম মন্ডল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,ওলামাদলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম,শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিমসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

