AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উন্নত মম শির যবিপ্রবি এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
০২:১৩ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

উন্নত মম শির যবিপ্রবি এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন "উন্নত মম শির" এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়া রাফিদ ও সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃক এক স্বাক্ষরিত কার্যনির্বাহী পরিষদের কমিটির তালিকা উন্নত মম শির যবিপ্রবি এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়। আগামী ১ বছরের জন্য নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সাকিবুর রহমান, আতিকা মোস্তারী ও মুর্তজা বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মারিয়াম জামিলা ও আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ তপু ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ আহমেদ,দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক, নাঈমুর রহমান নাঈম,অর্থ সম্পাদক মোঃ রায়হান,সহ-অর্থ সম্পাদক মোঃ মাহফুজ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সামিউর রহমান,শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক বুশরাতুল হুসনা, ক্রীড়া সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ,সহ-ক্রীড়া সম্পাদক রেজওয়ান মিয়া,নারী ও শিক্ষার্থী কল্যান সম্পাদক তিলোকতমা মেহেরিন পায়েল,পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক শিহাব কামাল সৌরভ, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাঈম হাসান রিফাত,কার্যনির্বাহী সদস্য শামসুজ্জামান হৃদয়, শেখ আবু সুফিয়ান, আমিনা খাতুন, মোঃ রিফাদ হাসান রোহান, মোঃ আশিকুর রহমান ও মোছাঃ নুসরাত জাহান রুপা।

নবগঠিত কমিটির সভাপতি আল শাহারিয়া রাফিদ বলেন, যবিপ্রবির উন্নত মম শির একটা সামাজিক ক্লাব। এই ক্লাব বিশ্ববিদ্যালয় সহ এর বাইরেও বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই ক্লাবের সদস্য হতে পারা আমার জন্য গর্বের বিষয় সাথে সাথে ক্লাবের সর্বোচ্চ দায়িত্ব পাওয়া টা আমার জন্য চ্যালেঞ্জ।কারণ এই ক্লাবের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার সহ এর বাইরেও অনেক মানুষের চাওয়া আছে। আমরা চেষ্টা করব নতুন কমিটির সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম মেনে সকলকে সাথে ক্লাবকে সামনে এগিয়ে এবং ক্লাবের মূলমন্ত্রকে ধারণ করে উদ্যমের সাথে কাজ করে উন্নত বিশ্ব গঠন করা।

উল্লেখ্য যে,“উন্নত মম শির যবিপ্রবি একটি সামাজিক সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে। সংগঠনটি মানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে নানা সামাজিক, শিক্ষামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম আয়োজন, ভর্তি সহায়তা প্রদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা ইতিবাচক উদ্যোগ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!