যুগ যুগ ধরে সাংবাদিকতার ঐক্য, আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা পাবনার অন্যতম প্রাচীনতম সংগঠন ভাঙ্গুড়া প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও নিউ নেশন প্রতিনিধি আলহাজ্ব অধ্যাপক মাহবুব উল আলম বাবলু। সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক সভার সঞ্চালনা করেন। সভার শুরুতে কোরআন তেলওয়াত করা হয় এবং প্রেসক্লাবের যারা প্রয়াত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, কল্যাণ সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মিনু রহমান খান এবং সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সময়ের কন্ঠস্বর প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন, দৈনিক কলম সৈনিক প্রতিনিধি এস এম শিমুল, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এস এম নাহিদ হাসান এবং হাসিনুর রহমান।
সভায় সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাহবুব উল আলম বাবলু উপস্থিত সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সবশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
একুশে সংবাদ/এ.জে