জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) ও দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ২০টি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। এছাড়া দুটি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের প্রার্থীরা এবং আরও দুটি পদ গেছে স্বতন্ত্র প্রার্থীদের দখলে।
ভিপি পদে জিতু
ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’-এর প্রার্থী আব্দুর রশিদ (জিতু)। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জিতু একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির–সমর্থিত আরিফ উল্লাহ পান ২ হাজার ৩৯২ ভোট।
জিএস–এজিএসসহ শিবিরের দাপট
সাধারণ সম্পাদক পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবির–সমর্থিত মো. মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা জয়লাভ করেন।
এর বাইরে শিক্ষা ও গবেষণা, সাহিত্য–প্রকাশনা, সাংস্কৃতিক সহসম্পাদক, নাট্য, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, সমাজসেবা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগসহ একাধিক সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদেও জয় পেয়েছে শিবির–সমর্থিত প্রার্থীরা।
অন্যদের জয়
শিবিরের বাইরে সমাজসেবা সম্পাদক পদে বাগছাস সমর্থিত আহসান লাবিব জয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুহিবুল্লাহ শেখ এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী চিশতী।
কমিশনের মন্তব্য
নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। শিক্ষার্থীদের রায়কে সবার সম্মান জানানো উচিত। নির্বাচিত প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে