AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৫:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর

লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। শনিবার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে। এর পরদিন, ৪ আগস্ট, সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান। এরপর সিআইডির হাতে তদন্তভার হস্তান্তরের প্রস্তুতি চলে। তবে থানা সূত্র জানায়, লিখিত আদেশ প্রস্তুত দীর্ঘমেয়াদি হওয়ায় মামলার পর মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “সিআইডিকে মামলা হস্তান্তরের জন্য বিধি মোতাবেক পুলিশ হেডকোয়ার্টারে আবেদন জমা হয়েছে। সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার থেকে তদন্তভার সিআইডিকে হস্তান্তরের অনুমোদন এসেছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!