ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে। প্রথমে অমর একুশে হলের ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা।
ফলাফলে দেখা যায়, ভিপি পদে রবিউল ইসলাম ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ পান ৩৭২ ভোট। অন্যদিকে জিএস পদে হাসিব ৫৩৫ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম পেয়েছেন ৩৭১ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

