AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচন: ভোটাররা যেভাবে ভোট দেবেন


Ekushey Sangbad
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি)
০৮:৪৯ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন: ভোটাররা যেভাবে ভোট দেবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে একটানা চলবে ভোটগ্রহণ।

এবারের ব্যালটের আকার অন্যবারের তুলনায় বড়। ডাকসুর ব্যালট থাকছে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার। প্রতিটি ভোট অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে দিতে হবে। ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদে ২৩৪ পদের বিপরীতে লড়ছেন ১,০৩৫ জন। সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হবে ৪১টি ভোট।

ভোটদানের ধাপসমূহ
১. ভোটার নির্ধারিত সময়ে কেন্দ্রে গিয়ে পোলিং কর্মকর্তার কাছে পরিচয় নিশ্চিত করবেন।
২. প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন; অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি, বিশ্ববিদ্যালয়ের আইডি বা লাইব্রেরি কার্ড ব্যবহার করবেন।
৩. পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে।
৪. ভোটার তালিকায় স্বাক্ষর করার পর পোলিং কর্মকর্তা ভোটার নম্বর জানাবেন।
৫. এরপর ব্যালট হাতে নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে, যেখানে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
6. পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে ঘরের ভেতর স্পষ্টভাবে ক্রস (×) চিহ্ন দিতে হবে।
৭. ভোট শেষে ব্যালট দুটি আলাদা বাক্সে ফেলতে হবে—একটি ডাকসুর জন্য, অন্যটি হল সংসদের জন্য। ব্যালট ভাঁজ না করেই সরাসরি বাক্সে ফেলতে হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের জন্য ব্যবস্থা
প্রথমবারের মতো এবার ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ থাকছে। যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন, তারা নিজেরাই ভোট দেবেন। আর যারা পারেন না, তারা অন্যের সহায়তায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে ৩০ জন শিক্ষার্থীর নাম তালিকাভুক্ত করা হয়েছে ব্রেইল ভোটের জন্য।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!