মাগুরার শালিখা উপজেলার ৩ নম্বর আড়পাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২২৫ জন দুস্থ নারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আওতায় প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পিডি মো. আব্দুল আওয়াল, ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস, ইউপি সচিব মো. আব্দুর রহমান এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
