AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচন: ভোটের দিনে মানতে হবে আচরণবিধি, ভাঙলে শাস্তি


Ekushey Sangbad
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি)
০৯:১৫ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন: ভোটের দিনে মানতে হবে আচরণবিধি, ভাঙলে শাস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া জুড়েই কিছু নির্দিষ্ট আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

নির্বাচন দিনের প্রধান বিধিনিষেধগুলো হলো:

> ভোটার আনা-নেওয়ার জন্য কোনো যানবাহন (মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি ইত্যাদি) ব্যবহার করা যাবে না। তবে অনুমোদিত যানবাহন, বাইসাইকেল ও রিকশা ব্যবহার করে ভোটকেন্দ্রে আসা যাবে।

> কোনো প্রার্থী বা তার সমর্থক ভোটারকে ভয়ভীতি, বলপ্রয়োগ বা বাধা দিতে পারবেন না।

> ভোটকেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বুথের ভেতরে ছবি তোলাও নিষিদ্ধ।

> ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করতে হবে, ভিড় বা জটলা তৈরি করা যাবে না।

> অনুমতিপ্রাপ্ত ভোটার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কারও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

> ভোটার স্লিপ ১০০ মিটারের ভেতরে বিতরণ করা যাবে না।

শাস্তির বিধান:
আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বা সংশ্লিষ্ট আইনে অন্যান্য শাস্তির বিধান রয়েছে।

নির্বাচন সংক্রান্ত তথ্য:

> ভোট দেবেন ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী (ছাত্র ২০,৯১৫, ছাত্রী ১৮,৯৫৯)।

> ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী (পুরুষ ৪০৯, নারী ৬২)।

> একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে— ডাকসুর ২৮টি এবং সংশ্লিষ্ট হল সংসদের ১৩টি পদে।

> ভোট শেষে সিনেট ভবনে রাতে ফল ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!