ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ–বাগছাসের প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান মাহিন।
তিনি বলেন, “বর্তমান সময়ে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য। আবু বাকের মজুমদার সেই আন্দোলনের প্রথম সারির কর্মী ছিলেন। তিনি জয়ী হলে সেটা শুধু তার নয়, আমাদের সবার জয় হিসেবে গণ্য হবে।”
মাহিন সরকার স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠন এনসিপি থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। সেই আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগেই গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), যারা এবারের নির্বাচনে “বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ” নামে প্যানেল দিয়েছে।
একুশে সংবাদ/জা.নি/এ.জে