পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৪-২৫ সেশনে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ।
আজ (২৫ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য অধ্যাপক ড.এস এম হেমায়েত জাহান,কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ,রেজিস্ট্রার অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিন, কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এএনএসভিএম অনুষদের ডিনগণ, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো: নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহ্বায়ক ও ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. খোকন হোসেন এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মাসুদুর রহমান।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে। পরবর্তীতে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও পাঠক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।
এরপর, মাল্টিমিডিয়া প্রজেকশন প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিতি তুলে ধরেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাজেদুল হক।
কোষাধ্যক্ষ মো: আবদুল লতিফ বলেন,"এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত উন্নত। রেগিং জিরো-এ আনা হয়েছে, ফলে শিক্ষার্থীরা নিরাপদ ও সহায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে।"
বিশেষ অতিথির বক্তব্যে উপ -উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান বলেন,"বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন এবং বিতরণের স্থান। শিক্ষার্থীরা যেন পাঠদানে মনোযোগী হয়, সেটিই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য আপনাদের নিজেদেরকে সর্বোচ্চ মানের হিসেবে গড়ে তুলতে হবে।"
সবশেষে, প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"আজকের নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সকলের সঙ্গে পরিচিত হওয়া, রিসোর্স পারসনদের কথা মনোযোগ সহকারে শোনা—এসব মুহূর্ত জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকে। তোমাদেরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে এবং মেধা ও দক্ষতা বৃদ্ধিতে পাঠদানে মনোযোগী হতে হবে"।
একুশে সংবাদ/এ.জে