“মাদকের বিরুদ্ধে দুর্নিবার ছাড় নয়”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি’র নির্দেশনায় সীমান্ত এলাকায় এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মেডিসিন আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত পিলার ১০৭২/৭-এস এর নিকটবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো আসামি আটক না হলেও ৫০০ পিস Tab. Cyproheptadine, ৫০০ পিস Tab. Dekxon এবং ১ হাজার ৯৯৬ পিস Rimesulide উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেডিসিনের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত ওষুধ পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে কুড়িগ্রামের রাজীবপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালক কর্তৃক ঘোষিত ‘মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে