নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাজদ্দিন মিয়ার উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক হাসান লেলিন ও ফয়সাল ভূঁইয়া রিপন। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য কাজী কামাল হোসেন, কায়েস মিয়া, সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব ভূঁইয়া, জয়নাল আবেদীন, রোকন ভূঁইয়া, রুবেল মিয়া, মো. বাবু, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেন মিয়া এবং জাসাস নেতা রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/না.প্র/এ.জে