কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস ইউটার্ন নিতে গিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলীর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস শিডিউল অনুযায়ী `ঢাকা মেট্রো-ব ১১-৪৯৫১` নম্বরের ০৪ নং লাল বাসটি বেলতলী-পদুয়ার বাজার রুটে চলাচলরত অবস্থায় ইউটার্ন নিচ্ছিল। সেই সময় একটি ট্রাক বাসের সামনের দিকে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা শিক্ষার্থীরা আহত হন।
প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মু. ওসমান গনি বলেন, “বাসটি ধীরে ইউটার্ন নিচ্ছিল। অর্ধেক ঘুরে থেমে যাওয়ার সময় ট্রাকটি কোনো দিক পরিবর্তন না করে সামনে চলে যায়। এতে সামনের অংশ মুচড়ে যায় এবং ভাঙা কাচের টুকরো শিক্ষার্থীদের গায়ে লাগে। পরে শিক্ষার্থীরা ট্রাককে ধরার চেষ্টা করলে ট্রাক দ্রুত পালিয়ে যায়। ভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হননি।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “বিআরটিসি ৪ নম্বর বাসকে ট্রাক ধাক্কা দিয়েছে। কতজন আহত হয়েছেন, সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। সরকারি বাস হওয়ায় হেলপার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আবেদন করতে পারি। তবে ফিটনেস খারাপ হওয়ায় অনেক সময় সমস্যা হয়। দীর্ঘদিন ধরে সরকার নতুন গাড়ি কেনার ব্যবস্থা করেনি।”
এ ঘটনায় শিক্ষার্থীরা বাসে হেলপারের অভাব এবং বাসের ফিটনেস না থাকাকে সমস্যার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
একুশে সংবাদ/এ.জে