AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করলেন পাবিপ্রবি শিক্ষার্থী সোহান



কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করলেন পাবিপ্রবি শিক্ষার্থী সোহান

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট  বিভাগের শিক্ষার্থী মো: সোহান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এবং নিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

‎চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থী সোহান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হবার পর থেকেই শিক্ষক হবার স্বপ্ন দেখতেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই মেধা, পরিশ্রম ও গবেষণামুখী কাজে মনোযোগী ছিলেন। সহপাঠীদের কাছে তিনি অনুপ্রেরণা হিসেবে পরিচিত। দীর্ঘ পথ অতিক্রমের পর তার এই সাফল্যে তার নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সকলেই আনন্দিত এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। বিভাগের বর্তমান শিক্ষার্থীরাও তার এই সাফল্যে অনুপ্রেরণা পাচ্ছেন।

‎সোহান আলী বলেন, আলহামদুলিল্লাহ আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমি স্বপ্ন দেখতাম শিক্ষক হবার। স্বপ্ন দেখলেও অনেক সময় সেটা ভেঙে যায়। তবে এমন যদি হয় যে একজন মেন্টর আপনার জীবনে আছে তাহলে সেই সপ্ন কখনো ভাঙবেনা। ঠিক তেমনটাই হয়েছে আমার জীবনে। আমার এই অর্জনে আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মাকে, সকল শ্রদ্ধেয় শিক্ষকদের, আমার শ্রদ্ধেয় মেন্টরকে এবং আমার সকল স্নেহের জুনিয়রদের।

‎তার এ সাফল্যের বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শ্রাবণী বাগচি বলেন, সোহানের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত এবং তার এ সাফল্য আমাদের জন্য খুবই গৌরবের। সোহান বিভাগের প্রথম ব্যাচের একজন প্রথম সারির ছাত্র ছিলেন। শুরু থেকেই সোহান একাডেমি রেজাল্টের দিকে সচেতন ছিলেন এবং শেষ পর্যন্ত সে তার এই রেজাল্টের ধারা অব্যাহত রেখেছিলেন। শুরু থেকেই তার ইচ্ছে ছিল শিক্ষক হবার, তার এই আশা পূরণ হয়েছে। আমি সবসময় দোয়া করি আমার বিভাগের শিক্ষার্থীরা সবাই ভালো করবে এবং তারা যেখানেই যাক যেন একটা সাক্ষর রেখে আসতে পারে। এতে আমারের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের বিভাগের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

 


 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!