গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে মুকসুদপুর পাইলট স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, কাজী হাসিব রানা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সির সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মুকসুদপুর পাইলট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরপর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যা স্থানীয় জনগণ ও ছাত্রসমাজের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে