AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামিন পেলেও মুক্তি মিললো না সাবেক এমপি চয়ন ইসলামের, জেলগেট থেকে ফের গ্রেপ্তার


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০২:১৭ পিএম, ২০ আগস্ট, ২০২৫

জামিন পেলেও মুক্তি মিললো না সাবেক এমপি চয়ন ইসলামের, জেলগেট থেকে ফের গ্রেপ্তার

দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজাদপুরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে এনায়েতপুরের ইয়াহিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শাহজাদপুরসহ সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ির একটি বাসা থেকে স্ত্রীসহ চয়ন ইসলামকে আটক করা হয়েছিল। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

প্রায় ছয় মাস পর, মঙ্গলবার উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে তাকে কারাগারের ফটক থেকেই পুনরায় গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা জানান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম একটি মামলায় জামিন পেয়েছিলেন। তবে তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (ইয়াহিয়া হত্যা মামলা) পিটিশনের ভিত্তিতে তাকে জেলগেট থেকে আইনানুযায়ী পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 


একুশে সংবাদ/সি.প্র/এ.জে

Link copied!