জামালপুরের মাদারগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তার পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারগঞ্জের জাঙ্গালিয়া গ্রামের মো. বাবুলের ছেলে শাকিলের পদ স্থগিত করা হয়েছে এবং তার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এক মাস না যেতেই সাধারণ সম্পাদক শাকিলের গাঁজা সেবনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তিনি কয়েকজনের সঙ্গে একটি প্লাস্টিক বোতলে পাইপ ঢুকিয়ে গাঁজা সেবন করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে শাকিল দাবি করেন, এটি তার বিরুদ্ধে একটি চক্রান্ত। তবে মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, তিনি ছবিটি দেখেছেন কিন্তু থানায় কোনো লিখিত অভিযোগ পাননি।
জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর। ভাইরাল হওয়া ছবির পর শাকিলের পদ স্থগিত করা হয়েছে।” সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “ছাত্রদলে নেশাখোরদের জায়গা নেই।” উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

