ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সদর বাজারের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ এবং বিভিন্ন কোম্পানির স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়।
অভিযানে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান, চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান, ইউএনও’র সিএ উজ্জল হোসেন, সহায়ক ইব্রাহিম হোসেন ও তিনজন পুলিশ কনস্টেবল অংশ নেন।
জানা গেছে, আধুনিক ফার্মাকে ২০ হাজার টাকা, জাহিদ ফার্মেসিকে ১০ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মক্কা-মদিনা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে